ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১০৮
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০৮) উমার* রা. থেকে বর্ণিত, তিনি একজনকে দেখতে পান যে, তার পায়ে নখ-পরিমাণ স্থান অধৌত রয়েছে তখন তিনি তাকে বলেন, তুমি ফিরে যাও এবং সুন্দররূপে ওযু করো। (মুসলিম)।
كتاب الطهارة
عن عمر رضي الله عنه موقوفا مثله: إرجع فأحسن وضوءك
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-২৪৩]
[হাদীসটি ইমাম মুসলিমসহ আহমাদ (মুসনাদ-১৩৪, ১৫৩); আবু দাউদ (সুনান-১৭৩); ইবন মাজাহ (সুনান-৬৬৬); বাযযার (মুসনাদ-২৩২); আবু আওয়ানা (মুস্তাখরাজ-৬৯১, ৬৯৩) ও বাইহাকি (কুবরা-৩২৭, ৩৯৪) প্রমুখ মুহাদ্দিস উমার রা.র সূত্রে মারফূ'রূপে বা রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী হিসাবে এবং আব্দুর রাযযাক (মুসান্নাফ-১১৮) ও আবু ইয়া'লা (মুসনাদ-২৩১২) উমার রা. থেকে মাওকুফরূপে সঙ্কলন করেছেন। সম্পাদক]
[হাদীসটি ইমাম মুসলিমসহ আহমাদ (মুসনাদ-১৩৪, ১৫৩); আবু দাউদ (সুনান-১৭৩); ইবন মাজাহ (সুনান-৬৬৬); বাযযার (মুসনাদ-২৩২); আবু আওয়ানা (মুস্তাখরাজ-৬৯১, ৬৯৩) ও বাইহাকি (কুবরা-৩২৭, ৩৯৪) প্রমুখ মুহাদ্দিস উমার রা.র সূত্রে মারফূ'রূপে বা রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী হিসাবে এবং আব্দুর রাযযাক (মুসান্নাফ-১১৮) ও আবু ইয়া'লা (মুসনাদ-২৩১২) উমার রা. থেকে মাওকুফরূপে সঙ্কলন করেছেন। সম্পাদক]