ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ১০১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
ডান দিক থেকে শুরু করা, ধারাবাহিকতা ও পরম্পরা রক্ষা করা ওয়াজিব নয়
(১০১) জাবির রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) (সাফা ও মারওয়ার মাঝে সাঈর সময়) বলেন, আল্লাহ যে পাহাড়ের নাম আগে বলেছেন সেই পাহাড় থেকে আমি সাঈ শুরু করছি।
كتاب الطهارة
عن جابر رضي الله عنه في صفة الحج مرفوعا: أبدأ بما بدأ الله به
হাদীসের তাখরীজ (সূত্র):
(মুসলিম। এ বর্ণনায় হাদীসটি নির্দেশমূলক নয়, সংবাদ ও বর্ণনামূলক)* ।[সহীহ মুসলিম, হাদীস-১২১৮]
* [১০০ ও ১০১ নং হাদীস দুটি মূলত একই হাদীস হাদীসটি তিনটি শব্দে বর্ণিত হয়েছে: أبدأ ‘আমি শুরু করছি’, نبدأ ‘আমরা শুরু করছি' ও ابدءوا 'তোমরা শুরু করো'। শায়খ আলবানি বলেন, ابدءوا 'তোমরা শুরু করো' এই নির্দেশমূলক শব্দের বর্ণনাটি শায। দেখুন: ইবন দাকীকুল ঈদ, আল ইলমাম ১/৭৩; আলবানি, ইরওয়াউল গালীল ৪/৩১৬-৩১৯। -সম্পাদক]
* [১০০ ও ১০১ নং হাদীস দুটি মূলত একই হাদীস হাদীসটি তিনটি শব্দে বর্ণিত হয়েছে: أبدأ ‘আমি শুরু করছি’, نبدأ ‘আমরা শুরু করছি' ও ابدءوا 'তোমরা শুরু করো'। শায়খ আলবানি বলেন, ابدءوا 'তোমরা শুরু করো' এই নির্দেশমূলক শব্দের বর্ণনাটি শায। দেখুন: ইবন দাকীকুল ঈদ, আল ইলমাম ১/৭৩; আলবানি, ইরওয়াউল গালীল ৪/৩১৬-৩১৯। -সম্পাদক]