ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮৭
মাথা মাসাহ করার জন্য নতুন পানি নেওয়া
(৮৭) আব্দুল্লাহ ইবন যাইদ রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে দেখেন যে, তিনি হাতে লেগে থাকা অতিরিক্ত পানি পরিবর্তন করে (নতুন করে হাত ভিজিয়ে) মাথা মাসাহ করেন। (মুসলিম)।
عبد الله بن زيد رضي الله عنه أنه رأى النبي صلى الله عليه وسلم مسح رأسه بماء غير فضل يديه.
