ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮৬
মাথার সম্মুখভাগ ও পাগড়ির উপর মাসাহ করা
(৮৬) মুগীরাহ ইবন শু’বা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ওযু করেন । তখন তিনি মাথার সম্মুখভাগ ও পাগড়ির উপরে এবং পায়ে পরিহিত চামড়ার মোজা দুইটির উপরে মাসাহ করেন। (মুসলিম)।
عن المغيرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم توضأ فمسح بناصيته وعلى العمامة وعلى الخفين.
