ফিকহুস সুনান ওয়াল আসার
২. পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৮৬
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
মাথার সম্মুখভাগ ও পাগড়ির উপর মাসাহ করা
(৮৬) মুগীরাহ ইবন শু’বা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ওযু করেন । তখন তিনি মাথার সম্মুখভাগ ও পাগড়ির উপরে এবং পায়ে পরিহিত চামড়ার মোজা দুইটির উপরে মাসাহ করেন। (মুসলিম)।
كتاب الطهارة
عن المغيرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم توضأ فمسح بناصيته وعلى العمامة وعلى الخفين.
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-২৪৭; সুনান আবু দাউদ, হাদীস-১৫০; সুনান তিরমিযি, হাদীস-১০০; সুনান নাসায়ি, হাদীস-১০৭, ১০৮]
ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান শাইবানি তার ‘মুআত্তা' গ্রন্থে বলেন, আমরা শুনেছি যে, ইসলামের প্রথম যুগে পাগড়ির উপর মাসাহ করার প্রচলন ছিল, যা পরে পরিত্যক্ত হয় বা রহিত হয়ে যায়।
ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান শাইবানি তার ‘মুআত্তা' গ্রন্থে বলেন, আমরা শুনেছি যে, ইসলামের প্রথম যুগে পাগড়ির উপর মাসাহ করার প্রচলন ছিল, যা পরে পরিত্যক্ত হয় বা রহিত হয়ে যায়।