ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৫৭
রাসূলুল্লাহ (ﷺ) এর আত্মীয়-পরিজনগণের মর্যাদা
(৫৭) আয়িশা রা. থেকে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে । যে হাদীসে অতিরিক্ত বলা হয়েছে, “অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘হে নবী পরিবার, নিশ্চয় আল্লাহ ইচ্ছা করেন যে, তোমাদের থেকে অপবিত্রতা দূরীভূত করবেন এবং তোমাদেরকে পবিত্রতায় পূর্ণতা দান করবেন’ ।”
عن عائشة رضي الله عنها مرفوعا نحوه وفيه: ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৫৭ | মুসলিম বাংলা