ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৫৬
রাসূলুল্লাহ (ﷺ) এর আত্মীয়-পরিজনগণের মর্যাদা
(৫৬) সা’দ ইবন আবী ওয়াক্কাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আলী, ফাতিমা, হাসান ও হুসাইন রা.কে ডেকে একত্র করে বলেন, হে আল্লাহ, এরা আমার বাড়ির মানুষ (পরিবার ও আত্মীয়)।
عن سعد بن أبي وقاص رضي الله عنه قال: دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا رضي الله عنهم فقال: أللهم هؤلاء أهل بيتي.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৫৬ | মুসলিম বাংলা