ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৫৩
সাহাবিগণের মর্যাদা
(৫৩) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আমার সাহাবিগণকে গালি দেবে না; কারণ তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে তাহলেও সে একজন সাহাবির এক মুদ্দ (প্রায় ৮২৫ গ্রাম বা ৫৪৪ গ্রাম) বা অর্ধ মুদ্দ দানের সাওয়াব ও মর্যাদা লাভ করতে পারবে না।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৫৩ | মুসলিম বাংলা