ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৫২
সাহাবিগণের মর্যাদা
(৫২) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আমার সাহাবিগণকে সম্মান করবে; (কারণ তারাই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ*)। তাঁদের পরে তাঁদের পরবর্তী যুগের মানুষেরা এবং এরপর তাঁদের পরবর্তী যুগের মানুষেরা। এরপর মিথ্যা প্রকাশিত হবে।
عن عمر رضي الله عنه مرفوعا: أكرموا أصحابي فإنّهم خياركم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ৫২ | মুসলিম বাংলা