ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৪৬
- সামগ্রিক মূলনীতিসমূহ
নবী (ﷺ) এর আদর্শ
(৪৬) বারা' ইবন আযিব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর চেহারা মোবারক ছিল সকল মানুষের চেয়ে বেশী সুন্দর এবং তিনি ছিলেন সর্বোত্তম ব্যবহার ও আচরণের অধিকারী। (বুখারি)।
كتاب الجامع
عن البراء رضي الله عنه يقول: كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وجها وأحسنه خلقا.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)