ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৪৩
মহানবী (ﷺ) এর মর্যাদা
(৪৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমার ও আমার পূর্বের অন্য সকল নবী (আলাইহিমুস সালাম) এর উদাহরণ হল এক ব্যক্তির ন্যায় যিনি একটি বাড়ি বানিয়েছেন। তিনি তাকে পূর্ণতা দিয়েছেন এবং সৌন্দর্যময় করেছেন। শুধুমাত্র এককোণে একটি মাত্র ইটের স্থান খালি রেখেছেন। মানুষেরা সেই বাড়িটির চারিদিকে ঘুরতে থাকেন এবং বাড়িটির সৌন্দর্যে তাদের বিস্ময় প্রকাশ করতে থাকেন। তারা বলতে থাকেন, এই ইটটি স্থাপন করা হচ্ছে না কেন?! রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমিই এই সর্বশেষ ইট এবং আমিই সকল নবীর শেষ নবী।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلاً وضعت هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
ফিকহুস সুনান - হাদীস নং ৪৩ | মুসলিম বাংলা