ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৪২
মহানবী (ﷺ) এর মর্যাদা
(৪২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মানব জাতির সকল যুগের শ্রেষ্ঠ যুগে আমাকে প্রেরণ করা হয়েছে। যুগের পর যুগ অতিক্রান্ত হওয়ার পর আমি এই যুগে এসেছি ।
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: بعثت من خير قرون بني آدم قرنا فقرنا حتى كنت من القرن
الذي كنت فيه.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন