ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ২৮
- সামগ্রিক মূলনীতিসমূহ
ভুল এবং বিস্মৃতি
(২৮) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ আমার উম্মাতের ভুল, বিস্মৃতি এবং জোরপূর্বক তাদেরকে যে কাজ করতে বাধ্য করা হয়েছে তা ক্ষমা করে দিয়েছেন। (ইবন মাজাহ। নববি হাদীসটিকে হাসান বলে উল্লেখ করেছেন)।
كتاب الجامع
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: إن الله تجاوز (وضع) عن أمتي الخطأ والنسيان وما استكرهوا عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৮ | মুসলিম বাংলা