ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ২৬
যে ব্যক্তির অপরাধ লেখা হয় না
(২৬) আয়িশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে (তাদের অপরাধ লেখা হয় না): ১. ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুম থেকে জাগ্রত না হয়, ২. অপ্রাপ্ত বয়স্ক শিশু যতক্ষণ সে বালিগ বা প্রাপ্তবয়স্ক না হয় এবং ৩. পাগল ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে জ্ঞান বা চেতনা ফিরে না পায়।
عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال: رفع القلم عن ثلاثة: عن النائم حتى يستيقظ وعن الصغير حتّى يكبر وعن المجنون حتى يعقل أو يفيق.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬ | মুসলিম বাংলা