মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২৬. পবিত্র কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৫১৪
পবিত্র কুরআনের তাফসীর
হাদীস নং-৫১৪

হযরত আবু যুবায়র (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে وَصَدَّقَ بِالْحُسْنَى আয়াতে তিলাওয়াত করা হলে তিনি বলেনঃ এর দ্বারা لا اله الا الله কলেমাকে বুঝানো হয়েছে।
عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ: قُرِئَ عَلَى رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {وَصَدَّقَ بِالْحُسْنَى} ، قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ.

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহপাকের বাণীঃ فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى (অতঃপর যে ব্যক্তি দান করে এবং তাকওয়া অর্জন করে, আর সত্য মানে ভাল ও উত্তম কথাকে।) এখানে بِالْحُسْنَى দ্বারা উদ্দেশ্য হচ্ছে كلمه توحيد কেননা সমস্ত উত্তম ও সৌন্দর্যের মূল হলো কালেমায়ে তাওহীদ। এ ছাড়া কোন নেককাজ কার্যকর হবে না। তাফসীরের কিতাবে حُسْنَى শব্দের আরো তাফসীর বর্ণিত হয়েছে। যেমনঃ ফরয ইবাদত, সওয়াব,বেহেশত ইত্যাদি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান