মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২৬. পবিত্র কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৫০৩
পবিত্র কুরআনের তাফসীর
হাদীস নং- ৫০৩
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলার এ বাণীর:فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ (অতঃপর কসম তোমার প্রতিপালকের, নিশ্চয়ই আমরা সবার নিকট এ বিষয়ে জিজ্ঞাসা করব, তারা যা আমল করত)।এর দ্বারা لا اله الا الله কালেমাকে বুঝানো হয়েছে।
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তাআলার এ বাণীর:فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِينَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ (অতঃপর কসম তোমার প্রতিপালকের, নিশ্চয়ই আমরা সবার নিকট এ বিষয়ে জিজ্ঞাসা করব, তারা যা আমল করত)।এর দ্বারা لا اله الا الله কালেমাকে বুঝানো হয়েছে।
حَمَّادٌ: عَنْ أَبِيْهِ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيْ قَوْلِهِ تَعَالَى: «{فَوَرَبِّكَ لَنَسْأَلَنَّهُمْ أَجْمَعِيْنَ، عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ} ، قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ».
হাদীসের ব্যাখ্যা:
ব্যাখ্যা ঃ এখানে হাদীসে কিয়ামতের দিন বান্দাদেরকে প্রশ্ন করা হবে এ ব্যাপারে সমর্থন রয়েছে কিন্তু সূরা আর-রাহমানে এটাকে অস্বীকার করা হয়েছে। যেমন পবিত্র কুরআনে আল্লাহপাক ঘোষণা করেছেন: فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنْبِهِ إِنْسٌ وَلَا جَانٌّ (ঐ দিন মানুষ ও জ্বিন থেকে তাদের পাপের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না)। (৫৫: ৩৯) সুতরাং পরস্পর বিরোধী আয়াতের ব্যাখ্যা হলো এই যে, হাদীসে বর্ণিত আয়াতে سوال বা প্রশ্নের অর্থ হলো হুঁশিয়ার করা ও ধমক দেয়া এবং সূরা আর-রাহমানে এ প্রশ্নের ব্যাপারে অঙ্গীকার করা হয়েছে যারদ্বারা জ্ঞাতব্য বিষয় সম্পর্কে অবগত হওয়া যায় এবং অজ্ঞতা দূর করা যায়। কিন্তু এরূপ প্রশ্ন আল্লাহপাকের শানে উত্থাপন করার (নাউযুবিল্লাহ) কোন অবকাশ নেই।- ১
_________________________________________________________________________
১. হাদীসে বর্ণিত আয়াতের ব্যাখ্যা হিসেবে আরো বলা হয়েছে যে, কিয়ামতের দিন আল্লাহ পাক সবাইকে তার সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করবেন। কিন্তু পরবর্তী আয়াতে ঐ দিন মানুষ ও জ্বিনকে জিজ্ঞাসা করা হবে না বলে যে হুঁশিয়ারী উচ্চারণ করা হয়েছে, পরবর্তী আয়াতে এর ব্যাখ্যা রয়েছে। উক্ত আয়াতে বলা হয়েছে যে, “পাপীদেরকে চেহারা দেখেই তাদের পরিচয় পাওয়া যাবে।" (৫৫: ৪০) সুতরাং দ্বিতীয়বার তাদের আমল সম্পর্কে প্রশ্ন করার প্রয়োজন হবে না। অনুবাদক
_________________________________________________________________________
১. হাদীসে বর্ণিত আয়াতের ব্যাখ্যা হিসেবে আরো বলা হয়েছে যে, কিয়ামতের দিন আল্লাহ পাক সবাইকে তার সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করবেন। কিন্তু পরবর্তী আয়াতে ঐ দিন মানুষ ও জ্বিনকে জিজ্ঞাসা করা হবে না বলে যে হুঁশিয়ারী উচ্চারণ করা হয়েছে, পরবর্তী আয়াতে এর ব্যাখ্যা রয়েছে। উক্ত আয়াতে বলা হয়েছে যে, “পাপীদেরকে চেহারা দেখেই তাদের পরিচয় পাওয়া যাবে।" (৫৫: ৪০) সুতরাং দ্বিতীয়বার তাদের আমল সম্পর্কে প্রশ্ন করার প্রয়োজন হবে না। অনুবাদক
