মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২৬. পবিত্র কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৫০২
পবিত্র কুরআনের তাফসীর
হাদীস নং- ৫০২

হযরত আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন মুমিনের অন্তৰ্দৃষ্টি ও বিচক্ষণতাকে ভয় কর। কেননা তারা আল্লাহর নূর দ্বারা পর্যবেক্ষণ করে। অতঃপর তিনি এ আয়াত তিলাওয়াত করেনঃ إِنَّ فِي ذَلِكَ لَآَيَاتٍ لِلْمُتَوَسِّمِينَ নিশ্চয়ই এতে রয়েছে দূরদৃষ্টিসম্পন্ন ও চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন।
حَمَّادٌ: عَنْ أَبِيْهِ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِيْ سَعِيْدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «اتَّقُوْا فِرَاسَةَ الْمُؤْمِنِ، فَإِنَّهُ يَنْظُرُ بِنُوْرِ اللهِ تَعَالَى، ثُمَّ قَرَأَ: {إِنَّ فِيْ ذَلِكَ لآيَاتٍ لِلْمُتَوَسِّمِيْنَ} : الْمُتَفَرِّسِيْنَ»

হাদীসের ব্যাখ্যা:

আল্লাহ পাকের নূর দ্বারা দেখার দু'টি অর্থ হতে পারে। এটা হতে পারে যে, মুমিন ঈমানের কারণে চেষ্টা-সাধনা ও আত্মসংযমের মাধ্যমে মূল উদ্দেশ্যে পৌঁছে যেতে পারেন এবং কারামতের (অলৌকিক কাজ) মত কোন কোন ঘটনা ও অবস্থা তাঁর নিকট উদ্ঘাটন হতে পারে। অথবা আল্লাহ তাকে সঠিক দলীল ও প্রমাণের আলোকে এবং অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যেকটি বস্তু সম্পর্কে সহীহ ও বিশুদ্ধ জ্ঞান দান করেন। যার ফলে তার মধ্যে উচ্চ পর্যায়ের পারণামদর্শিতা ও দুরদর্শিতা সৃষ্টি হয়ে থাকে এবং জীবনের প্রতিটি পর্যায়ে সে নিজের জন্য সঠিক পথ অনুধাবন করতে পারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান