মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২৬. পবিত্র কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৫০০
পবিত্র কুরআনের তাফসীর অধ্যায়
পবিত্র কুরআনের তাফসীর
হাদীস নং- ৫০০
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) আল্লাহ্ তা'আলার বাণী الم -এর তাফসীর সম্বন্ধে বলেন, انا الله (আমি হই আল্লাহ্)। والله اعلم وارى (আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত ও সবচেয়ে বেশী দেখেন)।
হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) আল্লাহ্ তা'আলার বাণী الم -এর তাফসীর সম্বন্ধে বলেন, انا الله (আমি হই আল্লাহ্)। والله اعلم وارى (আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত ও সবচেয়ে বেশী দেখেন)।
كتاب التفسير
حَمَّادٌ: عَنْ أَبِيْهِ، عَنْ أَبِيْ فَرْوَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي الضُّحَى، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِيْ قَوْلِ اللهِ عَزَّ وَجَلَّ: {الم} ، قَالَ: أَنَا اللهُ أَعْلَمُ وَأَرَى.
হাদীসের ব্যাখ্যা:
انا الله এবং الله اعلم এর সংক্ষিপ্ত হলো, الم । তাফসীরে সিরাজুম মুনীরে হযরত ইব্ন আব্বাস (রা) বর্ণিত, الم এর অর্থ أنا الله أعلم (আমি আল্লাহ এবং সর্বজ্ঞ) الم এর অর্থ أنا الله وأرى (আমি আল্লাহ এবং সব কিছু দেখি) المر এর অর্থ أنا الله أعلم وأرى (আমি আল্লাহ জানি ও দেখি) অর্থাৎ তিন স্থানে همزه দ্বারা أنا এর দিকে ইঙ্গিত করা হয়েছে। لام দ্বারা আল্লাহর (الله) দিকে এবং ميم দ্বারা أعلم এর দিকে, راء দ্বারা أرى এর ইঙ্গিত করা হয়েছে।حروف مقطعات সম্পর্কে আলিমদের মধ্যে বিভিন্ন মত রয়েছে যে, এগুলোর কি অর্থ এবং কোন রহস্যের দিকে ইঙ্গিত করা হয়েছে। জমহুর উলামা, বিশেষ করে চার খলীফার এটাই মত যে, আমরা এগুলোর উপর বিশ্বাস করি। এগুলোর অর্থ ও রহস্য সম্পর্কে আল্লাহ ভাল জানেন।