মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২৫. ফিতনাসমূহের বিবরণ

হাদীস নং: ৪৯৯
ফিতনার বিবরণ
হাদীস নং- ৪৯৯

হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মানুষের উপর এমন একটি যুগ বা সময় আগমণ করবে যে, অসংখ্য লোক কবরে যাতায়াত করবে, কবরের উপর স্বীয় পেট রাখবে এবং বলবে, হায়! আমি যদি এ কবরবাসীর স্থানে হতাম। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল! এরূপ কেন হবে? হুযূর (ﷺ) তখন বলেন যমানার ভয়াবহতা এবং বিপদ-আপদ ও বিশৃংখলার আধিক্যের কারণে এরূপ হবে।
عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ يَخْتَلِفُونَ إِلَى الْقُبُورِ، فَيَضَعُونَ بُطُونَهُمْ عَلَيْهِ، وَيَقُولُونَ: وَدِدْنَا لَوْ كُنَّا صَاحِبَ هَذَا الْقَبْرِ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَكُونُ؟ قَالَ: لِشِدَّةِ الزَّمَانِ وَكَثْرَةِ الْبَلَايَا وَالْفِتَنِ "

হাদীসের ব্যাখ্যা:

ইব্ন মাজাহতে হযরত আবূ হুরায়রা (রা) থেকে মরফু হাদীস বর্ণিত আছে, নবী করীম (সা) বলেছেন: ঐ পবিত্র সত্তার কসম যাঁর হাতে আমার জীবন, দুনিয়া ততক্ষণ পর্যন্ত শেষ বা ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত এক ব্যক্তি কবরস্থানে যাতায়াত করবে এবং বলবে, হায়! আমি যদি এ কবরবাসীর স্থানে হতাম! এবং দীন সম্পূর্ণ পরীক্ষা দ্বারা পরিপূর্ণ থাকবে। আল্লাহ পাকের আশ্রয় পাওয়া এরূপ ধৈর্য পরীক্ষার যুগ হবে এবং এরূপ পরীক্ষা-নিরীক্ষার যুগ হবে যে, মানুষ নিজেই মুখ দ্বারা মৃত্যু কামনা করবে, মৃত ব্যক্তিদের উপর ঈর্ষা করবে এবং মৃত্যুকে স্বীয় জীবনের উপর অগ্রাধিকার দেবে। যদিও দুনিয়ার মহব্বত ও ভালবাসা প্রত্যেক মানুষের স্বভাব ও সৃষ্টির মধ্যে সম্পৃক্ত করে দেয়া হয়েছে এবং কোন সময় ও কোন মূল্যের বিনিময়ে মানুষ দুনিয়াকে হাতছাড়া করা পছন্দ করে না। তবে এটা ঐ সীমা পর্যন্ত যে, দুনিয়ার জীবন সুখ-শান্তি, আনন্দ-উল্লাস ও আসক্তিতে পরিপূর্ণ থাকে এবং সারা দুনিয়া তাদের জন্য দোলনার মত আরামদায়ক হয়ে যায়। নতুবা এ দুনিয়াই শান্তির নীড়ের পরিবর্তে বিপদের ঘরে পরিণত হয়, অশান্তি ও কষ্টের ঘর হয়। অশান্তি ও অস্থিরতার ঠিকানা হয়। তাই মানুষ মৃত্যুকে জীবন থেকে অতি উত্তম বস্তু দেখতে পাবে এবং জীবন থেকে মৃত্যুর মধ্যে শান্তি খুঁজে পাবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৯৯ | মুসলিম বাংলা