মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৮
জ্যোতির্বিজ্ঞানে দৃষ্টি দেয়া নিষিদ্ধ
হাদীস নং- ৪৬৮

হযরত ইব্ন উমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তুমি (কারো প্রতি) যুলুম থেকে বিরত থাক। কেননা কিয়ামতের দিন যুলুম অন্ধকারময় হয়ে আবির্ভূত হবে।
عَنْ عَطَاءٍ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِيَّاكَ وَالظُّلْمَ، فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ»

হাদীসের ব্যাখ্যা:

যে ব্যক্তি দুনিয়ার বুকে যুলুম করবে, তাকে পরকালে বিভিন্ন প্রকার অন্ধকারের আযাবে শাস্তি প্রদান করা হবে। এভাবে তার যুলুমের পূর্ণ শাস্তি প্রদান করা হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৬৮ | মুসলিম বাংলা