মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৬
জ্যোতির্বিজ্ঞানে দৃষ্টি দেয়া নিষিদ্ধ
হাদীস নং- ৪৬৬

হযরত জাবির ইব্ন সামুরা (রাযিঃ) বলেন, আমরা যখন নবী করীম (ﷺ)-এর মজলিসে হাযির হতাম তখন মজলিসের শেষ প্রান্তে বসতাম।
عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «كُنَّا إِذَا أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَعَدْنَا حَيْثُ انْتَهَى بِنَا الْمَجْلِسُ»

হাদীসের ব্যাখ্যা:

শামাইলে তিরমিযীতে বর্ণিত আছে, আঁ হযরত (সা) যখন কওমের মজলিসে গমন করতেন, তখন মজলিসের শেষ প্রান্তে উপবেশন করতেন এবং এভাবে বসার নির্দেশও প্রদান করতেন। তিবরানী ও বায়হাকী হযরত শায়বা ইব্ন উসমান (রা) থেকে মরফু হাদীস বর্ণনা করেন যে, যখন তোমাদের মধ্যে কেউ কোন মজলিসে অংশগ্রহণ করবে, তখন কোন শূন্য জায়গা পাওয়া গেলে অথবা যেখানেই পাওয়া যাবে, সেখানেই বসে পড়বে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৬৬ | মুসলিম বাংলা