মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৫
জ্যোতির্বিজ্ঞানে দৃষ্টি দেয়া নিষিদ্ধ
হাদীস নং- ৪৬৫

হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: নেক ধ্বংস হয় না এবং পাপ ভোলানো যায় না।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «البِّرُّ لَا يَبْلَى، وَالْإِثْمُ لَا يُنْسَى»

হাদীসের ব্যাখ্যা:

বর্ণিত হাদীসের অর্থ হলো এই যে, নেক ও কল্যাণ ইহকাল ও পরকালে প্রতিক্রিয়া বা ফলাফল না দেখিয়ে থাকে না এবং কখনো ধ্বংস হয় না। বরং উত্তম ফলাফল সৃষ্টি করে থাকে, ভবিষ্যতকে উত্তম ও সুন্দর করে থাকে। এমনিভাবে পাপ ও অন্যায় ইহকাল ও পরকালে দুঃখ-কষ্ট, শাস্তি ও ধ্বংসের কারণ হয়ে থাকে। খারাপ ও বিপর্যয়কর পরিস্থিতি সামনে নিয়ে আসে এবং পাপীকে অন্যায়ের শাস্তি ও পুরস্কার না দিয়ে ছাড়ে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৬৫ | মুসলিম বাংলা