মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬১
আদাব - শিষ্টাচার অধ্যায়
বিনয় ও সচ্চরিত্র
হাদীস নং- ৪৬১

হযরত জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) বলেছেন: যখন তোমাদেরকে সুগন্ধি প্রদান করা হয়, তখন এটা অবশ্যই গ্রহণ করবে।
كتاب الآداب
عن أبي الزبير، عن جابر، أن النبي صلى الله عليه وسلم قال: «إذا أتى أحدكم بطيب، فليصب منه»

হাদীসের ব্যাখ্যা:

সুগন্ধি ফিরিয়ে দেয়া ভাল নয়। তিরমিযী স্বীয় জামে' এবং শামাইলে হযরত সুমামা ইব্ন আবদুল্লাহ (রা) থেকে বর্ণনা করেন যে, হযরত আনাস (রা) সুগন্ধি ফিরিয়ে দিতেন না এবং বলতেন, নবী করীম (সা)-ও সুগন্ধি ফিরিয়ে দিতেন না।