মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৫৪
বিনয় ও সচ্চরিত্র
হাদীস নং- ৪৫৪

হযরত উসামা ইব্ন শুরাইক (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর খেদমতে হাযির হয়েছি, এ সময় কতিপয় গ্রাম্য লোক তাঁর কাছে কিছু জিজ্ঞাসা করছিল। তারা বলল, হে আল্লাহর রাসূল। বান্দাকে যা কিছু দেয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে উত্তম বস্তু কি ? তখন তিনি বললেনঃ সচ্চরিত্র।
عَنْ زِيَادٍ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ: شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْأَعْرَابُ يَسْأَلُونَهُ، قَالُوا: " يَا رَسُولَ اللَّهِ، مَا خَيْرُ مَا أُعْطِيَ الْعَبْدُ؟ قَالَ: خُلُقٌ حَسَنٌ "

হাদীসের ব্যাখ্যা:

ইসলামের দৃষ্টিতে মুসলমানের উত্তম আমল হলো সচ্চরিত্র। অনেক সহীহ হাদীসে এর প্রশংসা ও গুণাবলী বর্ণিত হয়েছে। এ হাদীসেও এটাই প্রকাশিত হয়েছে যে, মানুষকে আল্লাহ্ তা'আলা যে উত্তম গুণাবলী দান করেছেন, এর মধ্যে সচ্চরিত্র হলো সবচেয়ে শ্রেষ্ঠ ও উত্তম। মুসলিম, তিরমিযী, বুখারী আদাবুল মুফরাদে নাওয়াস ইব্ন সামআন থেকে মরফূ হাদীস বর্ণনা করেন যে, নেকী হলো সচ্চরিত্রের নাম এবং গুনাহ হলো ঐ বস্তু যা তোমার মনে খটকা লাগে, তুমি তা মানুষের সামনে প্রকাশ হওয়াকে দূষণীয় মনে করবে, অনীহা প্রকাশ করবে। তিরমিয়ী শরীফে হযরত আবূ দারদা (রা) থেকে মরফু হাদীসে বর্ণিত আছে, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী যে বস্তু রাখা হবে, তা হলো সচ্চরিত্র, আল্লাহ তা'আলা বেহুদা কথোপকথনকারী ও বেহুদা কথাবার্তা অত্যন্ত অপসন্দ করেন। আবূ দাউদে হযরত আয়েশা (রা) থেকে মরফু হাদীস বর্ণিত আছে. মু'মিন স্বীয় সচ্চরিত্রের কারণেঃ قائم الليل وصائم الدهر অর্থাৎ রাতে দাঁড়িয়ে ইবাদতকারী ও দিনে রোযা পালনকারীর মর্যাদা অর্জন করে থাকে। তাই প্রত্যেক মুসলমানের সচ্চরিত্রবান হওয়া উচিত ও বাঞ্ছনীয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান