মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
২২. আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৫৫
বিনয় ও সচ্চরিত্র
হাদীস নং- ৪৫৫
হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি বিনয় ও সচ্চবিত্র দৈহিক আকৃতিতে প্রদর্শন করা হতো, তাহলে আল্লাহ তা'আলার সমস্ত সৃষ্টির মধ্যে এর থেকে সুন্দর ও উত্তম কোন বস্তু দৃষ্টিগোচর হতো না। যদি অসচ্চবিত্র দৈহিক আকৃতিতে প্রকাশ হতো, তা হলে আল্লাহ্ পাকের সমস্ত সৃষ্টির মধ্যে এর চেয়ে অধিক খারাপ আকৃতির কোন বস্তু দৃষ্টিগোচর হতো না।
হযরত আয়েশা (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি বিনয় ও সচ্চবিত্র দৈহিক আকৃতিতে প্রদর্শন করা হতো, তাহলে আল্লাহ তা'আলার সমস্ত সৃষ্টির মধ্যে এর থেকে সুন্দর ও উত্তম কোন বস্তু দৃষ্টিগোচর হতো না। যদি অসচ্চবিত্র দৈহিক আকৃতিতে প্রকাশ হতো, তা হলে আল্লাহ্ পাকের সমস্ত সৃষ্টির মধ্যে এর চেয়ে অধিক খারাপ আকৃতির কোন বস্তু দৃষ্টিগোচর হতো না।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّ الرِّفْقَ خَلْقٌ يُرَى، لَمَا رُئِيَ مِنْ خَلْقِ اللَّهِ تَعَالَى خَلْقٌ أَحْسَنُ مِنْهُ، وَلَوْ أَنَّ الْخَرَقَ خَلْقٌ يُرَى، لَمَا رُئِيَ مِنْ خَلْقِ اللَّهِ تَعَالَى خَلْقٌ أَقْبَحُ مِنْهُ»
হাদীসের ব্যাখ্যা:
খারায়েতী মাকারিমে আখলাক-এর আলোচনার মধ্যে এটাকে এভাবে বর্ণনা করেন যে, যদি সচ্চবিত্র (حسن خلق) একজন যাতায়াতকারী মানুষের আকৃতিতে প্রকাশ হতো তা হলে এটা অত্যন্ত নেকবখত পূণ্যবান মানুষ হতো। যদি অসচ্চরিত্র মানুষের আকৃতিতে প্রকাশ হতো তা হলে অত্যন্ত খারাপ আকৃতিতে দেখা যেত। তিবরানী আওসাত নামক গ্রন্থে হযরত ইব্ন মাসউদ (রা) থেকে মরফু হাদীস বর্ণনা করেন যে, বিনয়ের মধ্যে বরকত রয়েছে এবং রূঢতা ও রুক্ষতার মধ্যে রয়েছে অশুভ ও অকল্যাণ। বুখারী হযরত ইব্ন উমর (রা) থেকে মরফু হাদীস বর্ণনা করেন যে, তোমাদের মধ্যে আমার নিকট সবচেয়ে প্রিয় ঐ ব্যক্তি, যে তোমাদের মধ্যে সবচেয়ে সচ্চরিত্র। হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, আঁ হযরত (সা)-কে জিজ্ঞাসা করা হয়। যে, লোকজনকে বেহেশতে কোন বস্তু বেশি প্রবেশ করাবে। তিনি বললেন : আল্লাহকে ভয় করা এবং উত্তম চরিত্র।
