মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২১. চিকিৎসা ও দু'আর বর্ণনা

হাদীস নং: ৪৪১
চিকিৎসা, পীড়ার বরকত, দম ও দু'আর বর্ণনা
হাদীস নং- ৪৪১

হযরত ইব্ন উমর (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ পাক কলুনজি (কালজিরা), শিংগা, মধু ও আকাশের (বৃষ্টির) পানিতে শেফা রেখেছেন।
عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «جُعِلَ الشِّفَاءُ فِي الْحَبَّةِ السَّوْدَاءِ وَالْحِجَامَةِ وَالْعَسَلِ وَمَاءِ السَّمَاءِ»

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশা (রা) থেকে কালজিরা (كلو نجى) সম্পর্কে বর্ণিত আছে, নবী করীম (সা) বলেছেন :
إن لهذه الجنة السوداء شفاء من كل داء [এ কালবীজ (কালজিরা) হলো প্রত্যেক রোগের জন্য শেফা বা মহৌষধ]। পাকস্থলী ও অস্ত্রের প্রশংসনীয় উপাদান রয়েছে। মধু সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল ইযযত ঘোষণা করেছেন : فِيهِ شِفَاءٌ لِلنَّاسِ [এতে (মধুর মধ্যে) মানুষের জন্য শেফা রয়েছে ]। আকাশের পানি অর্থাৎ বৃষ্টির পানি যেহেতু সর্ব প্রকার ময়লা ও নোংরা বস্তু থেকে পবিত্র, তাই এটাকে শেফা বলা হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান