মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২১. চিকিৎসা ও দু'আর বর্ণনা

হাদীস নং: ৪৪০
চিকিৎসা, পীড়ার বরকত, দম ও দু'আর বর্ণনা
হাদীস নং- ৪৪০

অনুবাদঃ হযরত ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা'আলা এমন কোন রোগ প্রেরণ করেননি একমাত্র বার্ধক্য ব্যতীত, যার জন্য ঔষধ প্রেরণ করেননি। তোমরা গাভীর দুধ পান কর, কেননা ঐ দুধে সমস্ত গাছপালার অংশ অন্তর্ভুক্ত হয়ে থাকে।
অন্য এক বিওয়ায়েতে আছে, আল্লাহ্ তা'আলা পৃথিবীতে এমন কোন রোগ সৃষ্টি করেননি যার কোন চিকিৎসা বা ঔষধ তৈরী করেন নি। একমাত্র বার্ধক্য ও মৃত্যু ব্যতীত। সুতরাং তোমরা গাভীর দুধ অবশ্যই পান করবে। কেননা এতে সমস্ত তরুলতার নির্যাস নিশ্রিত হয়ে থাকে।
অন্য এক বর্ণনায় আছে, আল্লাহ তা'আলা এমন কোন রোগ প্রেরণ করেননি যার কোন ঔষধ প্রেরণ করেন নি, একমাত্র মৃত্যু ও বার্ধক্য ব্যতীত। সুতরাং তোমরা গাভীর দুধ অবশ্যই পান করবে। কেননা এর মধ্যে গাছপালা ও তরুলতার অংশ মিশ্রিত থাকে।
অন্য এক রিওয়ায়েতে আছে, আল্লাহ তা'আলা ভূমিতে এমন কোন রোগ রাখেননি বা প্রেরণ করেননি যার জন্য কোন শেফা অথবা ঔষধ রাখেননি বা সৃষ্টি করেননি। সুতরাং তোমরা গাভীর দুধ অবশ্যই পান করবে। কেননা এতে সমস্ত গাছপালা ও তরুলতার অংশ অন্তর্ভুক্ত করে। তিনি পুনরায় ইরশাদ করেন : তোমরা গাভীর দুধ অবশ্যই পান কর। কেননা এতে সমস্ত বৃক্ষ ও তরুলতার অংশ অন্তর্ভুক্ত থাকে এবং এতে সর্ব রোগের শেফা ও রোগ মুক্তি রয়েছে।
عَنْ قَيْسٍ، عَنْ طَارِقٍ، عَنِ ابْنِ مَسْعُوْدٍ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ، قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمْ يُنَزِّلِ اللهُ دَاءً إِلَّا وَأَنْزَلَ مَعَهُ الدَّوَاءَ، إِلَّا الْهَرَمَ، فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ، فَإِنَّهَا تَرُمُّ مِنَ الشَّجَرِ».
وَفِيْ رِوَايَةٍ: «إِنَّ اللهَ تَعَالَى لَمْ يَجْعَلْ فِي الْأَرْضِ دَاءً إِلَّا جَعَلَ لَهُ دَوَاءً، إِلَّا الْهَرَمَ وَالسَّامَ، فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ، فَإِنَّهَا تَخْلِطُ مِنْ كُلِّ الشَّجَرِ».
وَفِيْ رِوَايَةٍ: «مَا أَنْزَلَ اللهُ مِنْ دَاءٍ إِلَّا أَنْزَلَ مَعَهُ دَوَاءً، إِلَّا السَّامَ وَالْهَرَمَ، فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ، فَإِنَّهَا تَخْلِطُ مِنَ الشَّجَرِ».
وَفِيْ رِوَايَةٍ: «إِنَّ اللهَ تَعَالَى لَمْ يَضَعْ فِي الْأَرْضِ دَاءً، إِلَّا وَضَعَ لَهُ شِفَاءً، أَوْ دَوَاءً، فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ، فَإِنَّهَا تَخْلِطُ مِنْ كُلِّ الشَّجَرِ، عَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ، فَإِنَّهَا تَرُمُّ مِنْ كُلِّ شَجَرَةٍ، وَفِيْهَا شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ»

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের বিভিন্ন গ্রন্থে গাভীর দুধের প্রশংসা করা হয়েছে। ইব্ন হারাম, হাকিম ও আবূ নুআঈম থেকে বর্ণনা করেন, আঁ হযরত (সা) বলেন : গাভীর দুধ পান করা বাধ্যতামূলক করে নাও। কেননা এটা ঔষধ এবং এর ঘি হলো শেফা। এর গোশত খাওয়া থেকে দূরে থাক। কেননা এতে রোগ রয়েছে। মোট কথা গাভীর দুধ দেহের জন্য অত্যন্ত ফলদায়ক।