মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২০. পোশাক,সাজসজ্জা ও সৌন্দর্যের বর্ণনা

হাদীস নং: ৪৩৪
দাড়ির চতুষ্পার্শ্ব ও কিনারা (ছেঁটে) ঠিক করা
হাদীস নং-৪৩৪

জনৈক ব্যক্তি থেকে বর্ণিত, নবী করীম (ﷺ)-এর খিদমতে আবু কুহাফা আগমণ করেন, এ সময় তাঁর দাঁড়ি বিক্ষিপ্ত ও এলোমেলো ছিল। তখন তিনি তাঁর দাঁড়ির কিনারার দিকে ইঙ্গিত করে তাঁকে বললেন: যদি তুমি এগুলো কর্তন করতে এবং ঠিক করতে।
عَنِ الْهَيْثَمِ، عَنْ رَجُلٍ: أَنَّ أَبَا قُحَافَةَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِحْيَتُهُ قَدِ انْتَشَرَتْ، قَالَ: فَقَالَ: «لَوْ أَخَذْتُمْ، وَأَشَارَ بِيَدِهِ إِلَى نَوَاحِي لِحْيَتِهِ»

হাদীসের ব্যাখ্যা:

জংলীদের মত দাঁড়ি রাখা ঠিক নয়; বরং এগুলো সঠিক করতে হবে। আবূ কুহাফা হযরত আবূ বকর সিদ্দীক (রা)-এর পিতা ছিলেন এবং মক্কা বিজয়ের দিন আঁ হযরত (সা)-এর খেদমতে আগমণ করেন। তিরমিযী শরীফে বর্ণিত আছে, নবী করীম (সা) স্বীয় পবিত্র দাঁড়ি চওড়া ও লম্বাভাবে কর্তন করতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪৩৪ | মুসলিম বাংলা