মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৪১৫
ঠেস দিয়ে আহার করার নিষেধাজ্ঞা
হাদীস নং- ৪১৫

হযরত আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমি ঠেস দিয়ে আহার করি না, বরং এরূপ বিনয়ের সাথে খেয়ে থাকি যেরূপ একজন গোলাম খেয়ে থাকে। এমনভাবে পান করি যেভাবে একজন গোলাম পান করে থাকে এবং আমি আমার প্রভুর ইবাদত করতে থাকব আমার মৃত্যু এসে যাওয়া পর্যন্ত।
عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَّا أَنَا فَلَا آكُلُ مُتَّكِئًا، وَأَشْرَبُ كَمَا يَشْرَبُ الْعَبْدُ، وَأَعْبُدُ رَبِّي حَتَّى يَأْتِيَنِي الْيَقِينُ»

হাদীসের ব্যাখ্যা:

ঠেস দিয়ে পানাহারের মধ্যে অহংকার প্রকাশ পেয়ে থাকে, এটা হুযুর (সা)-এর খুব অপছন্দ ছিল। তাই তিনি ঠেস দিয়ে বসার পদ্ধতি গ্রহণ করেননি, বরং অত্যন্ত বিনয়ের সাথে বসে আল্লাহ তা'আলা প্রদত্ত নিয়ামত আহার করতেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান