মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
হাদীস নং: ৪১৪
সিরকার ফযীলত
হাদীস নং- ৪১৪
হযরত ইব্ন উমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কাফির সাত অন্ত্র দ্বারা আহার গ্রহণ করে এবং মু'মিন এক অন্ত্র দ্বারা আহার গ্রহণ করে।
হযরত ইব্ন উমর (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কাফির সাত অন্ত্র দ্বারা আহার গ্রহণ করে এবং মু'মিন এক অন্ত্র দ্বারা আহার গ্রহণ করে।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «الْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ، وَالْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের মূল অর্থ হলো কাফির হিসাববিহীন প্রচুর পরিমাণে খায় এবং মুমিন অল্প আহারে তৃপ্তি লাভ করে।
