মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৪১২
সিরকার ফযীলত
হাদীস নং- ৪১২

হযরত মুহারিব (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি একবার হযরত জাবির (রাযিঃ)-এর নিকট গমন করেন। তিনি রুটি ও সিরকা হযরত মুহারিবের সামনে হাযির করেন এবং বলেন, নবী করীম (ﷺ) বলতেন: সিরকা অত্যন্ত উত্তম তরকারি।
عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: " أَنَّهُ دَخَلَ عَلَيْهِ، وَقَرَّبَ إِلَيْهِ خُبْزًا وَخَلًّا، ثُمَّ قَالَ: عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا عَنِ التَّكْلِفَةِ، وَلَوْلَا ذَلِكَ لَتَكَلَّفْتُ لَكُمْ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «نِعْمَ الإِدَامُ الْخَلُّ»

হাদীসের ব্যাখ্যা:

লৌকিকতা বা কৃত্রিমতা নিষেধ হওয়ার ব্যাপারে অনেক হাদীস বর্ণিত আছে। ইবন আসাকির স্বীয় তারীখে হযরত সালমান (রা) মরফূ’ রিওয়ায়েত বর্ণনা করেছেন, لا تكلفوا للضيف (মেহমানদের জন্য পৌকিকতা করোনা)। বায়হাকী শুআবুল ঈমানে এ হাদীস বর্ণনা করেন: لا يتكلفن أحد لضيفه ما لا يقدر عليه (কোন ব্যক্তি যেন তার ক্ষমতার বাইরে তার মেহমানের জন্য কোন লৌকিকতা না করে)। বুখারী শরীফে হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে, আমাদেরকে লৌকিকতা থেকে নিষেধ করা হয়েছে। দায়লামী মুসনাদুল ফিরদাউস গ্রন্থে হযরত জাবির (রা) থেকে রিওয়ায়েত করেন যে, আমি এবং আমার উম্মতের নেকবখত লোকজন লৌকিকতাকে অপসন্দ করে থাকি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান