মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৪০৫
পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
পাথর দ্বারা যবেহ করা জায়েয।
হাদীস নং- ৪০৫

হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, হযরত কা'ব ইব্ন মালিক (রাযিঃ) একবার নবী করীম (ﷺ)-এর খেদমতে হাযির হয়ে আরয করলেন, হে আল্লাহর রাসূল! এক মহিলা বকরী চরাত। সে একটি বকরীর মৃত্যুর আশংকা করে এটাকে ধারাল পাথর দ্বারা যবেহ করে নেয় (এটা খাওয়ার ব্যাপারে কি বিধান)। তিনি এটা খাওয়ার ব্যাপারে নির্দেশ দান করেন।
كتاب الأطعمة والأشربة والشرب والضحايا والصيد والذبائح
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ كَعْبَ بْنَ مَالِكٍ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا رَسُولَ اللَّهِ، إِنَّ غُنَيْمَةَ كَانَتْ لَهَا رَاعِيَةٌ، فَخَافَتْ عَلَى شَاةٍ مِنْهَا الْمَوْتَ، فَذَبَحَتْهَا بِمَرْوَةٍ؟ فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَكْلِهَا»

হাদীসের ব্যাখ্যা:

ইমাম মালিক (র) এ হাদীস মুয়াত্তায় বর্ণনা করেছেন। হাদীসের অন্যান্য গ্রন্থে বাক্যের কিছু পরিবর্তনসহ এ হাদীস বর্ণিত হয়েছে। এ হাদীসে দুটি মাসয়ালা বর্ণনা করা হয়েছে। প্রথমটি হলো, নারীদের যবেহ করা জায়েয। দ্বিতীয়টি হলো, যে কোন ধারাল বস্তু, যার দ্বারা শরীরের অংশ কেটে রক্ত প্রবাহিত হয়, এরদ্বারা যবেহ করা জায়েয। যেমন পাথর, লাকড়ী ইত্যাদি। কেননা ইমাম আবূ দাউদ ও ইমাম নাসাঈ শু'বা (র)-এর সূত্রে হযরত আদী ইব্ন হাতীমের সূত্রে বর্ণনা করেন। এর সারাংশ হলো এই যে, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! একটু বলে দিন যে, যদি আমাদের মধ্যে কেউ শিকার পেলেন কিন্তু তার নিকট ছুরি না থাকে, তাহলে কি পাথর অথবা লাঠির টুকরা দ্বারা যবেহ করতে পারবে? তিনি বললেন: যে কোন বস্তু দ্বারা হোক, রক্ত প্রবাহিত কর এবং আল্লাহর নাম উচ্চারণ কর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪০৫ | মুসলিম বাংলা