মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৪০১
প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার করা
হাদীস নং-৪০১

হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) ইরশাদ করেনঃ যে মাছ পানি ছেড়ে দেয়, তা খেতে পার বা খাও।
عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا جَزَرَ عَنْهُ الْمَاءَ فَكُلْ»

হাদীসের ব্যাখ্যা:

যে মাছ মরার পর পানির উপর ভেসে উঠে, তা ছাড়া সমস্ত মাছ হালাল। তিরমিযী শরীফে হযরত জাবির (রা) থেকে মরফু হাদীসে বর্ণিত আছে : ما اصطدتموه وهو حي فكلوه وما وجدتموه ميتا طافيا فلا تأكلوه "যে মাছ তোমরা জীবিত শিকার কর, তা তোমরা খাও এবং যে মৃত মাছ তোমরা পানির উপর ভাসমান অবস্থায় পাও, তা খাবে না।”
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৪০১ | মুসলিম বাংলা