মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৪০০
প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা শিকার করা
হাদীস নং- ৪০০


হযরত আদী ইব্ন হাতিম (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল! আমরা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ছেড়ে দিয়ে থাকি, সুতরাং ঐ কুকুর আমাদের জন্য যে শিকার নিয়ে আসে, তা কি আমরা খেতে পারি ? তখন তিনি বললেনঃ যদি তোমরা কুকুর প্রেরণের সময় বিসমিল্লাহ বল এবং প্রশিক্ষণ ব্যতীত কোন কুকুর ঐ কুকুরের সাথে না থাকে (তাহলে খেতে পার)। আমি বললাম, যদি ঐ শিকার মরে যায়। তিনি বললেনঃ যদিও মরে যায়। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে কেউ ফলা ব্যতীত তাঁর শিকারের উপর ছেড়ে থাকে (এর বিধান কি? তিনি বললেনঃ যখন তোমরা আল্লাহর নামে তাঁর ছাড়বে এবং ঐ তীর শিকারের উপর আঘাত করে ভিতরে প্রবেশ করে ফেঁড়ে ফেলে, তাহলে সেটা খেতে পার। যদি তীরের পার্শ্বের আঘাতে শিকার মরে, তা খাবে না।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نَبْعَثُ الْكِلَابَ الْمُعَلَّمَةَ، أَفَنَأْكُلُ مِمَّا أَمْسَكْنَ عَلَيْنَا؟ فَقَالَ: " إذَا ذَكَرْتَ اسْمَ اللَّهِ تَعَالَى مَا لَمْ يَشْرِكْهَا كَلْبٌ غَيْرُهَا، قُلْتُ: وَإِنْ قَتَلَ؟ قَالَ: وَإِنْ قَتَلَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَحَدُنَا يَرْمِي بِالْمِعْرَاضِ؟ قَالَ: إذَا رَمَيْتَ فَسَمَّيْتَ، فَحَزَقَ فَكُلْ، فَإِنْ أَصَابَ بِعَرْضِهِ فَلَا تَأْكُلْ "

হাদীসের ব্যাখ্যা:

প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর হলো ঐ কুকুর যাকে রীতিমত শিকারের জন্য প্রশিক্ষণ দেয়া হয়। যদি এর মালিক এটাকে শিকারের জন্য প্রেরণ করে, তা হলে এটা দৌড়িয়ে যায় আবার যদি হঠাৎ বাঁধা দান করে, তাহলে থেমে যায়। যখন শিকার ধরে, তখন মালিকের জন্য জমা রাখে। এর গোশত, চামড়া বা দেহের কোন অংশ স্পর্শ করে না বা খায় না। যদি তিনবার এরূপ পরীক্ষা করা হয়, তাহলে এটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বলে গণ্য হবে। হাদীসের বর্ণনা অনুযায়ী এ কুকুরের বিধান জারী করা হবে। এ বিষয়ে বিধানের মূল উৎস হলো আল্লাহ্ তা'আলার বাণীঃوَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهِ “এবং আক্রমণকারী জন্তুর মধ্যে তোমরা যে কুকুরকে আল্লাহর বিধান অনুযায়ী প্রশিক্ষণ দান কর, ঐ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যা তোমাদের জন্য শিকার করে আনয়ন করে, তা তোমরা খাও এবং এর উপর আল্লাহর নাম স্মরণ কর।" (৫:8)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন