মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা

হাদীস নং: ৩৯৬
গৃহপালিত গাধা খাওয়া থেকে নিষেধাজ্ঞা
হাদীস নং- ৩৯৬

হযরত বারা' ইব্ন আযিব (রাযিঃ) থেকে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) গৃহপালিত পাধার গোশত খেতে নিষেধ করেছেন।
عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْلِ لُحُومِ الْحُمُرِ الَأَهْلِيَّةِ»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস প্রায় চৌদ্দজন সাহাবায়ে কিরাম থেকে বর্ণিত আছে। বুখারী ও মুসলিম শরীফে হাদীস বর্ণিত আছে। তাই এ বিষয়ে উলামায়ে কিরামের মধ্যে ঐকমত্য রয়েছে। ইব্ন আবদুল বার (র) তামহীদ গ্রন্থে বলেন, গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম, এ বিষয়ে উলামায়ে কিরামের মধ্যে কোন মতানৈক্য নেই। অবশ্য হযরত ইব্ন আব্বাস (রা) এবং হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত আছে, তাঁরা গাধার গোশত খাওয়াকে তেমন কোন দোষ মনে করেননি। কিন্তু তাঁদের পক্ষ থেকেও সহীহ রিওয়ায়েত অনুযায়ী এর গোশত খাওয়া হারাম। সমস্ত উলামায়ে কিরামের এটাই হলো মাযহাব।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৯৬ | মুসলিম বাংলা