মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৯. পানাহারের দ্রব্যাদি, কুরবানী, শিকার এবং যবেহ সম্পর্কে বর্ণনা
হাদীস নং: ৩৯৭
যমীনের কীট-পতঙ্গ খাওয়া নিষিদ্ধ
হাদীস নং- ৩৯৭
হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, আমাদেরকে যমীনের কীট-পতঙ্গ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে।
হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, আমাদেরকে যমীনের কীট-পতঙ্গ খাওয়া থেকে নিষেধ করা হয়েছে।
عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: «نُهِينَا عَنْ خَشَاشِ الْأَرْضِ»
হাদীসের ব্যাখ্যা:
কীট-পতঙ্গের হারাম হওয়ার কারণ এগুলোর অপবিত্রতা। আবূ দাউদের এ হাদীস দ্বারা প্রতীয়মান হয়, যা তিনি حشرات الارض বা জমির পোকা-মাকড় ও কীট-পতঙ্গ সম্পর্কে। হযরত আবূ হুরায়রা (রা)-এর হাদীস বর্ণনা করেছেন, আঁ হযরত (সা)-এর সামনে যখন ইঁদুর ও এ জাতীয় কীট-পতঙ্গের কথা উল্লেখ করা হয়, তখন তিনি বলেন: এগুলো অপবিত্র বস্তুসমূহের একটি অপবিত্র বস্তু। সুতরাং এটা বুঝা যায় যে, ইঁদুর অথবা এগুলোর মত অন্যান্য কীট-পতঙ্গের হারাম হওয়া এগুলোর অপবিত্রতা ও পূতিগন্ধময়তার উপর নির্ভর করে। এ কারণেই যমীনের সমস্ত কীট-পতঙ্গ হারাম । তাই আয়াতে করীমাঃوَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ (তাদের উপর অনিষ্টকর ও দূষিত বস্তু হারাম করা হয়েছে)- এর তাফসীরে এটাই বলা হয়েছে।
