মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৭১
হযরত যুবায়র (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৭১

হযরত যুবায়র (রাযিঃ) বর্ণনা করেন, খন্দকের যুদ্ধের সময় এক রাতে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কে আমাদের নিকট প্রতিপক্ষের সংবাদ নিয়ে আসবে ? তিনবার তিনি এটা বললেন। [হযরত যুবায়র (রাযিঃ) প্রত্যেকবার বললেন, আমি]। অতঃপর হযরত যুবায়ের (রাযিঃ) যেতেন এবং সংবাদ নিয়ে আসতেন। তখন নবী করীম (ﷺ) বলেনঃ প্রত্যেক নবীর জন্য একজন বিশেষ বন্ধু বা সহচর থাকে এবং আমার বিশেষ বন্ধু ও সহচর হলেন হযরত যুবায়র (রাযিঃ)।
عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ يَأْتِينَا بِالْخَبَرِ؟ لَيْلَةَ الْأَحْزَابِ، فَيَنْطَلِقُ الزُّبَيْرُ فَيَأْتِيهِ بِالْخَبَرِ، كَانَ ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِكُلِّ نَبِيٍّ حَوَارِيٌّ، وَحَوَاريِّي الزُّبَيْرُ»

হাদীসের ব্যাখ্যা:

এটা ও অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। কেননা আঁ হযরত (সা)-এর বন্ধু বা সহচর হওয়া যে কোন ব্যক্তির ভাগ্যে হয় না। হযরত যুবায়র (রা)-কে তিনি এ সম্মানের দ্বারা গৌরবান্বিত করেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৭১ | মুসলিম বাংলা