মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৭০
হযরত হামযা (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৭০

হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কিয়ামতের দিন হযরত হামযা ইব্ন আব্দুল মুত্তালিব শহীদগণের নেতা হবেন। অতঃপর ঐ ব্যক্তি, যে কোন নেতার নিকট গমন করে এবং সে তাকে কোন কাজের নির্দেশ দেয় অথবা কোন কাজ থেকে তাকে বাধা প্রদান করে (অতঃপর তাকে শহীদ করে দেয়া হয়)।
অন্য এক রিওয়ায়েতে আছে, কিয়ামতের দিন হযরত হামযা ইব্ন আব্দুল মুত্তালিব শহীদগণের সদার হবেন। অতঃপর যে ব্যক্তি কোন যালিম নেতার কাছে গমন করবে এবং সে তাকে কোন কাজের নির্দেশ প্রদান করবে অথবা কোন কাজ থেকে বাধা প্রদান করবে (সে ব্যক্তি)।
عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيِّدُ الشُّهَدَاءِ يَوْمَ الْقِيَامَةِ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ، ثُمَّ رَجُلٌ دَخَلَ إِلَى إِمَامٍ، فَأَمَرَهُ وَنَهَاهُ» .
وَفِي رِوَايَةٍ: «سَيُّدُ الشُّهَدَاءِ يَوْمَ الْقِيَامَةِ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ، وَرَجُلٌ قَامَ إِلَى إِمَامٍ جَائِرٍ، فَأَمَرَهُ وَنَهَاهُ»

হাদীসের ব্যাখ্যা:

কোন কোন রিওয়ায়েতে ব্যক্তি সম্পর্কে হাদীসের শেষে فقتله (অতঃপর তাকে হত্যা করা হয়) শব্দ রয়েছে। তরজমা দ্বারা মূল অর্থ প্রকাশ করা হয়েছে। এ হাদীসের দ্বারা হযরত হামযা (রা)-এর ফযীলত বর্ণনা করা হয়েছে। কেননা তাঁকে শহীদগণের মধ্যে নেতৃত্বের সৌভাগ্য দান করা হয়েছে। তবে এর সাথে সাথে শহীদগণের মধ্যে হযরত হুসায়ন (রা)-এর নেতা হওয়ার বিষয়টিও স্বীকৃত।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৭০ | মুসলিম বাংলা