মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৬৯
হযরত আলী (রাযিঃ)-এর ফযীলত
হাদীস নং- ৩৬৯

হযরত উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) একদিন হযরত আলী (রাযিঃ)-কে ক্ষুধার্ত দেখে বললেন : কোন বস্তু তোমাকে ক্ষুধার্ত করেছে? তিনি উত্তরে বললেন, হে আল্লাহর রাসূল! অমুক অমুক সময় থেকে আহার করা ভাগ্যে হয়নি। তখন নবী করীম (ﷺ) বললেন: বেহেশতের সুসংবাদ গ্রহণ কর।
عَنْ إسْمَاعِيلَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَظَرَ إِلَى عَلِيٍّ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ ذَاتَ يَوْمٍ، فَرَآهُ جَائِعًا، فَقَالَ: " يَا عَلِيُّ، مَا أَجَاعَكَ؟ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَمْ أَشْبَعْ مُنْذُ كَذَا وَكَذَا، فَقَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَبْشِرْ بِالْجَنَّةِ "

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে হযরত আলী (রা)-এর মর্যাদা বর্ণনা করা হয়েছে। কেননা আঁ হযরত (সা)-এর পবিত্র মুখে বেহেশতের সুসংবাদ শ্রবণ করা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপারে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান