মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৬৩
নবী করীম (ﷺ)-এর ফযীলত ও সম্মান
হাদীস নং- ৩৬৩

উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) যখন মৃত্যু রোগে আক্রান্ত, তখন তিনি উম্মুল মুমিনীনগণের নিকট আমার ঘরে থাকার জন্য অনুমতি চাইলেন। সবাই ঐকমত্য হয়ে অনুমতি প্রদান করেন। হযরত আয়েশা (রাযিঃ) বলেন, যখন আমি এটা শুনলাম, তখন দ্রুত ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করলাম। কেননা আমার কাছে কোন খাদিম ছিল না এবং আঁ হযরত (ﷺ)-এর জন্য এমন বিছানা বিছালাম যার কনুই রাখার বালিশের মধ্যে ইযখির ঘাস ভর্তি ছিল। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) দু'জন লোকের সাহায্য নিয়ে (আমার ঘরে) আগমণ করেন এবং তারা তাঁকে আমার বিছানায় বসিয়ে দেন।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا مَرِضَ الْمَرَضَ الَّذِي قُبِضَ فِيهِ، اسْتَحَلَّ أَنْ يَكُونَ فِي بَيْتِي، فَأَحْلَلْنَ لَهُ، قَالَتْ: فَلَمَّا سَمِعْتُ ذَلِكَ قُمْتُ مُسْرِعَةً فَكَنَسْتُ بَيْتِي، وَلَيْسَ لِي خَادِمٌ، وَفَرَشْتُ لَهُ فِرَاشًا حَشْوُ مِرْفَقَتِهِ الْإِذْخِرُ، فَأَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُهَادِي بَيْنَ رَجُلَيْنِ، حَتَّى وُضِعَ عَلَى فِرَاشِي "

হাদীসের ব্যাখ্যা:

উম্মুল মু'মিনীনগণের নিকট হুযূর (সা)-এর এ অনুমতি চাওয়ার ব্যাপারে বুখারী শরীফে বিস্তারিত বর্ণনা রয়েছে।