মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৬২
ফযীলত ও সম্মানের বর্ণনা
নবী করীম (ﷺ)-এর ফযীলত ও সম্মান
হাদীস নং- ৩৬২

হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমি যেন এখনো রাসূলুল্লাহ (ﷺ)-এর পবিত্র পা-এর শুভ্রতা দেখছি, এ অবস্থায়, যখন তিনি অসুস্থ অবস্থায় নামাযের জন্য মসজিদে গমন করছেন।
كتاب الفضائل والشمائل
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ قَدَمَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَيْثُ أَتَى الصَّلَاةَ فِي مَرَضِهِ»

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশা (রা) বলেন, ঐ দৃশ্যটি এখনো আমার স্মরণ আছে, যেন আমি তা এখনই দেখছি এবং সম্পূর্ণ চিত্রটি যেন আমার দৃশ্যপটে ঘুরছে যে, সর্দারে দোজাহাঁ হযরত নবী করীম (সা) মৃত্যুর রোগের সময় মসজিদে গমন করেছেন।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩৬২ | মুসলিম বাংলা