মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা

হাদীস নং: ৩৬২
নবী করীম (ﷺ)-এর ফযীলত ও সম্মান
হাদীস নং- ৩৬২

হযরত আয়েশা (রাযিঃ) বলেন, আমি যেন এখনো রাসূলুল্লাহ (ﷺ)-এর পবিত্র পা-এর শুভ্রতা দেখছি, এ অবস্থায়, যখন তিনি অসুস্থ অবস্থায় নামাযের জন্য মসজিদে গমন করছেন।
عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَأَنِّي أَنْظُرُ إِلَى بَيَاضِ قَدَمَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَيْثُ أَتَى الصَّلَاةَ فِي مَرَضِهِ»

হাদীসের ব্যাখ্যা:

হযরত আয়েশা (রা) বলেন, ঐ দৃশ্যটি এখনো আমার স্মরণ আছে, যেন আমি তা এখনই দেখছি এবং সম্পূর্ণ চিত্রটি যেন আমার দৃশ্যপটে ঘুরছে যে, সর্দারে দোজাহাঁ হযরত নবী করীম (সা) মৃত্যুর রোগের সময় মসজিদে গমন করেছেন।