মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা
হাদীস নং: ৩৫৪
নবী করীম (ﷺ)-এর ফযীলত ও সম্মান
হাদীস নং- ৩৫৪
হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তেষট্টি বছর বয়সে ইনতিকাল করেন আর হযরত আবু বকর (রাযিঃ) এবং হযরত উমর (রাযিঃ)-ও তেষট্টি বছর বয়সে ইনতিকাল করেন।
হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) তেষট্টি বছর বয়সে ইনতিকাল করেন আর হযরত আবু বকর (রাযিঃ) এবং হযরত উমর (রাযিঃ)-ও তেষট্টি বছর বয়সে ইনতিকাল করেন।
عَنِ الْهَيْثَمِ، وَرَبِيعَةَ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُبِضَ، وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ، وَقُبِضَ أَبُو بَكْرٍ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ، وَقُبِضَ عُمَرُ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের দ্বারা হুযুর (সা)-এর সঠিক বয়স জানা গেল। অন্যান্য গ্রন্থের বর্ণনা অনুযায়ী জানা যায় যে, হযরত আলী (রা)-ও তেষট্টি বছর বয়সে ইনতিকাল করেন। মোট কথা নবী করীম (সা) এবং তাঁর তিনজন খলীফা একই বয়সে ইন্তিকাল করেন। অবশ্য হযরত উসমান (রা) আশি অথবা এর চেয়ে কিছু বেশি বয়সে ইনতিকাল করেন।
