মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৮. ফযীলত ও সম্মানের বর্ণনা
হাদীস নং: ৩৫৫
নবী করীম (ﷺ)-এর ফযীলত ও সম্মান
হাদীস নং- ৩৫৫
হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) চল্লিশ বছর বয়সে রিসালত লাভ করেন। অতঃপর দশ বছর মক্কায় এবং দশ বছর মদীনায় অবস্থান করেন। যখন তাঁর ইনতিকাল হয়, তখন তাঁর দাঁড়ি ও মাথার বিশটি চুলও সাদা হয়নি।
হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) চল্লিশ বছর বয়সে রিসালত লাভ করেন। অতঃপর দশ বছর মক্কায় এবং দশ বছর মদীনায় অবস্থান করেন। যখন তাঁর ইনতিকাল হয়, তখন তাঁর দাঁড়ি ও মাথার বিশটি চুলও সাদা হয়নি।
عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «بُعِثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَأْسِ أَرْبَعِينَ سَنَةً، فَأَقَامَ بِمَكَّةَ عَشْرًا، وَبِالْمَدِينَةِ عَشْرًا، وَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَا فِي لِحْيَتِهِ وَرَأْسِهِ عِشْرُونَ شَعْرَةً بَيْضَاءَ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রতীয়মান হয় যে, আঁ হযরত (সা)-এর বয়স ছিল ষাট বছর। যেমন মুসলিম ও তিরমিযীর রিওয়ায়েতে এটাও অতিরিক্ত রয়েছে যে, তিনি ষাট বছর বয়সে ইনতিকাল করেন। কিন্তু সঠিক রিওয়ায়েত হলো এই যে, হুযূর (সা)-এর ইনতিকালের দুঃখ ও বেদনাদায়ক ঘটনা তাঁর তেষট্টি বছরের সময়ে সংঘটিত হয়।
