মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৭. ক্রয়-বিক্রয়ের বিধান
হাদীস নং: ৩২৮
সুদখোরের উপর লা'নত
হাদীস নং- ৩২৮
হযরত আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারীর উপর রাসূলুল্লাহ (ﷺ) লা'নত করেছেন।
হযরত আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারীর উপর রাসূলুল্লাহ (ﷺ) লা'নত করেছেন।
عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ»
হাদীসের ব্যাখ্যা:
ইমাম আহমদ, দারে কুতনী, তিবরানী আওসাত ও কবীরে, আবদুল্লাহ ইব্ন হানযালা মরফু রিওয়ায়েত করেন যে, এক দিরহামের সমান সুদ গ্রহণ যখন সুদ হিসেবে মনে হবে, তখন এটা ছত্রিশটি ব্যভিচার থেকে কঠোর অপরাধ বলে গণ্য হবে। বায়হাকী শুআবুল ঈমানে হযরত ইব্ন আব্বাস (রা) থেকে যে রিওয়ায়েত করেছেন, এতে অতিরিক্ত এ বাক্যও রয়েছে, যে ব্যক্তির দেহের গোশত হারাম মালের দ্বারা প্রতিপালিত হয়েছে সে অগ্নি গ্রাসিত হওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবে। মুসলিম শরীফে ও অন্যান্য গ্রন্থে এ হাদীস বর্ণিত আছে যে, সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারী, সুদের লেখক ও সাক্ষ্যদানকারীর উপর নবী করীম (সা) লা'নত করেছেন।মোট কথা আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ (সা)-এর নিকট সুদ এরূপ জঘন্য পাপ যে, এর সামান্য অংশ গ্রহণকারী আল্লাহর লা'নত ও গযবের উপযুক্ত হবে এবং আঁ হযরত (সা) পবিত্র মুখ দিয়ে তাদের উপর লা'নত করেছেন।
