মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান

হাদীস নং: ৩২৭
মদ ও এর সাথে সংশ্লিষ্ট বস্তুর উপর লা'নত
হাদীস নং- ৩২৭

মুহাম্মাদ ইব্ন কায়স (রাহঃ) বলেন, আমি হযরত ইব্ন উমর (রাযিঃ)-এর নিকট জিজ্ঞাসা করি অথবা আবু কাসীর (রাহঃ) তার নিকট মন বিক্রির মাসআলা জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেন, আল্লাহ তা'আলা ইয়াহুদীদেরকে ধ্বংস করে দেন। কেননা যখন চর্বি তাদের উপর হারান করা হয়, তখন তারা তা খাওয়া হারাম মনে করে কিন্তু তা বিক্রি করাকে হালাল গণ্য করে বিক্রয়লব্ধ অর্থ গ্রহণ করে। অথচ যিনি মদকে হারাম করেছেন, তিনি তা বিক্রি এবং এর মূল্যও হারাম করেছেন।
عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ، قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ، أَوِ ابْنِ كَثِيرٍ شَكٌّ مِنْهُ، أَوْ مِنْ غَيْرِهِ عَنْ بَيْعِ الْخَمْرِ، فَقَالَ: «قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، حُرِّمَتْ عَلَيْهِمُ الشُّحُومُ فَحَرَّمُوا أَكْلَهَا، وَاسْتَحَلُّوا بَيْعَهَا، وَأَكَلُوا أَثْمَانَهَا، وَإِنَّ الَّذِي حَرَّمَ الْخَمْرَ حَرَّمَ بَيْعَهَا وَ اَكْلَ ثَمَنِهَا »

হাদীসের ব্যাখ্যা:

বুখারী শরীফে বর্ণিত আছে, আঁ হযরত (সা) বলেছেন : আল্লাহ তা'আলা ইয়াহুদীদের উপর লা'নত বর্ষণ করুন। কেননা আল্লাহ্ যখন তাদের চর্বি ব্যবহার হারাম করেন, তখন তারা এটা গালিয়ে বিক্রি করে এর মূল্য গ্রহণ করে। মূলত এটা একটা প্রতারণা বা কৌশল। চর্বিকে গলিয়ে এর আকৃতি পরিবর্তন করে তারা মনে করে যে, এখন এর বিধানও পরিবর্তন হয়ে গিয়েছে। (নাউযুবিল্লাহ), এটা কত বড় অসততা ও প্রতারণা এবং আল্লাহর বিধানের অমর্যাদা। আবূ দাউদ শরীফে হযরত ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে, নবী করীম (সা) বলেছেন: আল্লাহ তা'আলা যখন জাতির উপর কোন বস্তু হারাম করেন, তখন এর মূল্যও হারাম করেন। হারামের এ মূলনীতি সর্বত্র জারী রয়েছে। সুতরাং এরূপ মিথ্যা ও জঘন্য প্রতারণার মাধ্যমে আল্লাহর বিধান অমান্য করা হলো সুস্পষ্ট গুমরাহী ও পথভ্রষ্টতা।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩২৭ | মুসলিম বাংলা