মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৭. ক্রয়-বিক্রয়ের বিধান

হাদীস নং: ৩২৬
মদ ও এর সাথে সংশ্লিষ্ট বস্তুর উপর লা'নত
হাদীস নং- ৩২৬

হযরত সাঈদ ইব্ন জুবায়র (রাযিঃ) বলেন, হযরত ইব্ন উমর (রাযিঃ) বলেছেন, লা'নত করা হয়েছে মদের উপর, এর প্রস্তুতকারীর উপর, মদ যে পান করায় তার উপর এবং পানকারীর উপর এবং এর বিক্রয়কারী ও ক্রয়কারীর উপর।
عَنْ حَمَّادٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «لُعِنَتِ الْخَمْرُ، وَعَاصِرُهَا، وَسَاقِيهَا، وَشَارِبُهَا، وَبَائِعُهَا، وَمُشْتَرِيهَا»

হাদীসের ব্যাখ্যা:

তিরমিযী শরীফে হযরত আনাস (রা) থেকে মরফু হাদীস বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সা) এ সমস্ত বস্তুর উপর লা'নত করেছেন, মদ প্রস্তুতকারীর, পানকারী, বহনকারী, যার দিকে বহন করে নেয়া হয়, বিক্রয়কারী, বিক্রয়লব্ধ অর্থ গ্রহণকারী, যার জন্য ক্রয় করা হয় ও ক্রেতা। মোট কথা মদ যেহেতু সম্পূর্ণ ও নিশ্চিতভাবে হারাম, তাই এর সাথে যে কোন প্রকার সম্পর্ক রক্ষাকারী বা ব্যবহারকারী অভিযুক্ত হবে এবং আল্লাহ তাআলা ও রাসূলুল্লাহ (সা)-এর পক্ষ থেকে লা'নতের উপযুক্ত হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান