মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৫. শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩১৫
শাস্তি দূরীভূত করার বর্ণনা।
হাদীস নং- ৩১৫

হযরত ইব্ন আব্বাস (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন: সন্দেহ হলে শাস্তি দূর কর, তথা রহিত করে দাও।
عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «ادْرَءُوا الْحُدُودَ بِالشُّبُهَاتِ»

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস বিভিন্ন বাক্যে সিহাহ সিত্তায় বর্ণিত হয়েছে। মোট কথা ঐক্যবদ্ধ মাসয়ালা হলো এই যে, সন্দেহ দ্বারা শাস্তি বাতিল হয়ে যায়। ইব্ন আবী শায়বা, তিরমিযী, হাকিম ও বায়হাকী হযরত ইব্‌ন আব্বাস (রা) থেকে এ বিষয়ে হাদীস বর্ণনা করেছেন যে, যতটুকু সম্ভব মুসলমান থেকে শাস্তি রহিত কর। যদি মুসলমানের জন্য মুক্তির কোন উপায় প্রত্যক্ষ কর, তাহলে তাকে মুক্তি দাও। কেননা ইমামের ক্ষমার মধ্যে অপরাধ করা শাস্তি প্রদানের মধ্যে অপরাধ করা থেকে উত্তম। দারে কুতনী, বায়হাকী হযরত আলী (রা) থেকে এ বিষয়ে হাদীস বর্ণনা করেন যে, শাস্তি বাতিল বা রহিত কর কিন্তু অপরাধ প্রমাণিত হওয়ার পর ইমাম বা নেতার জন্য শাস্তি না দেয়া বা রহিত করা জায়েয নেই। ইব্ন মাজাহ শরীফে হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে, শাস্তি রহিত কর, যতটুকু সম্ভব।
মুসনাদে আবু হানীফা রহঃ - হাদীস নং ৩১৫ | মুসলিম বাংলা