মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৪. শপথ করার বর্ণনা
হাদীস নং: ৩১০
কসমের মধ্যে ব্যতিক্রম বা প্রভেদ করা হলে কসম বাতিল হয়ে যাবে
হাদীস নং- ১১০
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন কথার উপর কসন করবে এবং এতে কিছু ব্যতিক্রম করবে, তা হলে ঐ কসমে তার জন্য ব্যতিক্রম হবে। অর্থাৎ استثناء মান্য করা হবে এবং কসম কার্যকর হবে না।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি কোন কথার উপর কসন করবে এবং এতে কিছু ব্যতিক্রম করবে, তা হলে ঐ কসমে তার জন্য ব্যতিক্রম হবে। অর্থাৎ استثناء মান্য করা হবে এবং কসম কার্যকর হবে না।
عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ وَاسْتَثْنَى، فَلَهُ ثُنْيَاهُ»
হাদীসের ব্যাখ্যা:
استثناء এর অর্থ হলো ইনশাআল্লাহ (انشاء الله ) বলা। যদি কসমের শব্দের সাথে সাথে এটা বলা হয়, তাহলে এটা কসমকে বাতিল এবং অর্থহীন করে দেবে। আবু দাউন, নাসাঈ এবং হাকিম হযরত ইব্ন উমর (রা) থেকে সহীহ সূত্রে বর্ণনা করেন من حلف على يمين فقال انشاء الله فقد استثنى যে ব্যক্তি কোন কিছুর উপর কসম করে বলল ইনশাআল্লাহ,তাহলে তার استثنى ব্যতিক্রম বা প্রভেদ) সহীহ বলে গণ্য হবে এবং কসম কার্যকর হবে না।।
