মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ
১৪. শপথ করার বর্ণনা
হাদীস নং: ৩১১
কসমের মধ্যে ব্যতিক্রম বা প্রভেদ করা হলে কসম বাতিল হয়ে যাবে
হাদীস নং- ৩১১
হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, যে ব্যক্তি কোন কিছুর উপর কসম করে বলল, ইনশাআল্লাহ, তাহলে তার এ استثنى সহীহ হবে। অর্থাৎ কসম ওয়াজিব হবে না।
হযরত আব্দুল্লাহ ইব্ন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, যে ব্যক্তি কোন কিছুর উপর কসম করে বলল, ইনশাআল্লাহ, তাহলে তার এ استثنى সহীহ হবে। অর্থাৎ কসম ওয়াজিব হবে না।
عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ: " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ، وَقَالَ: إِنْ شَاءَ اللَّهُ، فَقَدِ اسْتَثْنَى "
