মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১৩. মুদাব্বার করার বর্ণনা

হাদীস নং: ৩০৪
ওয়ালা বিক্রি বা হেবা করা নিষিদ্ধ
হাদীস নং- ৩০৪

হযরত ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) ওয়ালা (ولاء) বিক্রয় ও হেবা করা থেকে নিষেধ করেছেন।
عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ: «نَهَى عَنْ بَيْعِ الْوَلَاءِ وَهِبَتِهِ»

হাদীসের ব্যাখ্যা:

এ বিধান পূর্ববর্তী হাদীসের সাথে সম্পর্কিত। অর্থাৎ আযাদকৃত গোলামের যদি নিকট-আত্মীয় কেউ না থাকে, তা হলে আযাদকারী মুনিব তার মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তির মালিক হবে। সুতরাং যেখানে এটা আযাদকারীর জন্য নির্ধারিত হয়ে গিয়েছে, তা হলে এর বিক্রয় বা হেবা কিভাবে জায়েয হবে এবং তিনি কিভাবে স্বীয় অধিকারকে স্থানান্তর করবেন? কোন বদলা নিয়ে এরূপ করা যাবে না, আবার বিনামূল্যেও করা যাবে না। পূববর্তী উলামায়ে কিরাম এতে ঐকমত্য পোষণ করেছেন। ইমাম নববী (র) মুসলিম শরীফের ব্যাখ্যায় বলেছেন, যারা এ বিষয়ে মতানৈক্য করে এটাকে জায়েয বলেছেন, সম্ভবত তাদের নিকট এ হাদীস পৌঁছেনি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান